একটি বছর ঘুরে আবার
ঈদুল আযহা আসলো,
সবাই অনেক হাসি-খুশি
সুখের ঢেউয়ে ভাসলো।


মোদের আশে-পাশে যত
গরীব মানুষ আছে,
মাংস এবং চামড়ার টাকা
দেব তাদের কাছে।


তিনভাগ করবো মাংসগুলো
একভাগ নিজে নেবো,
দুইভাগ এতিম, গরীব, আপন
লোকদের মাঝে দেবো।


রক্ত, মাংস কোনকিছু
যায় না প্রভুর কাছে,
প্রভু দেখে কাদের মাঝে
তাকওয়াটা আছে।


পশুর সাথে কুরবানী হোক
মনের যত কালো,
কুরবানী হোক অহংকারের
ফুটে উঠুক আলো।


#বই- কারণে অকারণে ভালোবাসি #কবিতা নং- ২৯৬।
# রচনাকাল-২০.০৭.২০২১ খ্রি.।