চলে গিয়েছিলাম অনেক দূরে
এ বাংলাকে ছেড়ে অন্য এক দেশে।
মায়ের স্নেহ, বোনের আদর, বাবার আদর্শপূর্ণ কথা
আর ভাইয়ের স্মৃতি আমার সারা দেহে
অমলিন হয়ে আছে।
বাংলার সবুজ শ্যামল প্রকৃতি, মাঠ ভরা সোনালী ধান
কৃষকেরা শষ্য ফলায় সেই স্মৃতিগুলো ভুলতে পরিনা আমি।
নদীর ধারে ধারে কাশফুল সাদাসাদা
বর্ষা কালে থৈ-থৈ করা পানি
তখন ডিঙ্গি নৌকায় করে আমরা ঘুরি ফিরি।
গ্রীষ্মের সেই প্রখর রোদে মাঠ-ঘাট যায় ফেটে।
সেই কথাগুলো বার বার মনে পড়ে।
জন্মভূমি ছেড়ে থাকতে পারিনা কোন খানে
আমি বুঝিনি তখন বাংলার এতরূপ তাইতো
রূপের দেশে চেয়েছিলাম যেতে
কিন্তু বাংলার মত এত সুন্দর রূপ পাইনি কোন খানে।
এই বাংলার রূপ দেখে হয়েছে মুগ্ধ
অনেক কবি-সাহিত্যিক, বিজ্ঞবর্গ।
মাগো ছেড়ে গিয়েছিলাম তোমাকে
তাই ক্ষমা করে দিও আমাকে।
কুয়াশার চাঁদর গায়ে চলে আসে শীত
খইয়ের ধান তখন দেখা যায় ছড়ানো উঠোনে।
নদীর বুকে বাউলের সুর ধরে মাঝিরা যায় নৌকা চালিয়ে।
মাগো তোমার রূপে মুগ্ধ হয়ে
এসেছি আবার আড়িয়াল খাঁর তীরে।
এবার মাগো তোমায় ছেড়ে যাবোনা কোন খানে
তোমার রূপের সাগরে শুধু ভেসে বেড়াবো।