একটি কবিতা লিখবো
শিরোনাম কী হবে ভাবছি দিবারাতে,
অবশেষে ভাবনার সমাপ্তি করে
নাম দিলাম 'কাব্য ডায়েরি হাতে।


তারপর কী লিখবো আমি, খুঁজে পাই না
ভালোবাসি আমি কবিতা লিখতে,
কল্পনার আঙ্গিনায় ভালোবাসার স্নিগ্ধতা জড়িয়ে
আমার কল্পিত মানুষের ছবি আঁকতে।


আমার ভাবনা, মনের মানুষটি গভীর যামিনীতে
দোলনায় বসে দোল খেতে থাকবে,
আর পাশের শূন্য জায়গাটায় আমাকে বসিয়ে
ভালোবাসার সুরে ডাকবে।


এই ভালোবাসার কোমলতায়
ফুটে উঠবে বাগানের ফুলগুলি
গেয়ে উঠবে মধুর সুরে
গানের বুলবুলি।


পদ্মপাতার জলে লিখতে চেয়েছি নাম
লিখিনি মুছে যাবে বলে,
হৃদয়ের মাঝে যতন করে লিখেছি নাম
যেন হৃদয়ের কথা বলে।


কী বলবো... আকাশের বিশালতার মতো
আমি ভালোবাসি তোমায়,
কল্পিত রমনী, জানি না কবে তুমি
দেখা দিবে আমায় ।