সাদা জামায় কাকতাড়ুয়া
খেতের মাঝে আছে
খোকা-খুকি ভয়ে সবাই
যেতে চায় না কাছে।


বাতাস এলে কাকতাড়ুয়া
নরাচরা করে
এই ভয়েতে দৌড়ে পালায়
যদি এসে ধরে!


কাকতাড়ুয়া দিবানিশি
ফসল দেখে রাখে
একলা থেকে মনের ভেতর
বিষন্নতা আঁকে।


#বই- ছোটদের ছড়া কবিতা চাঁদের বুড়ি #কবিতা নং- ৩৮১।
#রচনাকাল-১৮/১০/২০২৩ ইং।