আমি নইতো উচ্চ কণ্ঠময়ী কবি
দিতে চাই আমি আলো যেমন দেয় ঐ রবি।
উচ্চ কণ্ঠে আমি বিদ্রোহী হাক উচ্চার করতে চাই
পরম শান্তি পাই কারণ আমি দিবা-নিশি চেষ্টা করে যাই।
সত্য যদি পার বলতে উচ্চ কণ্ঠস্বরে
তবেই শান্তি পাবে তুমি জীবনের তরে।
জীবন গাড়ী যদি যায় থেমে
তাহলে অশান্তি আসবে মনের মাঝে নেমে।
ফুল শোভিত গন্ধ আর দেখতে খুব সুন্দর
আরও দেখ সুন্দর ঐনা শহর-বন্দর।
চাই না ভুলতে আমি নিজ দেশেরই কথা
দিতে চাইনা কোন কারণে-অকারণে মায়ের বুকে ব্যথা।
মনের মাঝে শান্তি লাগে মনে পরে যখন মাকে
তখনই যেন একটি ফুল ফোটে ঐনা কুসুমবাগে।
দুঃখ মনে শান্তনা দেওয়ার মানুষ কোথায় পাই?
অশান্তি মনে, আমি তাই দূরে সরে যাই।
বিশ্বনন্দিত পারে কজনা হতে
তাহলে তো সবার মনের মাঝে হবে যেতে।
এসো না সবে সত্য এবং সুন্দর পথে চলি
দোয়া প্রার্থী আমি, দিবা-নিশি যেন শান্তির কথা বলি।
এই মনেতে লুকিয়ে আছে স্বপ্নের আনা গোনা
মনের মাঝে আমার অনেক ফসল বোনা।
জ্বালাব প্রদীপ আমি বাংলার ঘরে ঘরে
যেমন করে নিজ নিজ গাছে নিজ নিজ ফল ধরে।
আমি চাই বাংলার মানুষকে সঠিক পথে গড়ে তুলতে
অসহায়-দুঃখি মানুষ পারেনা যেন মোরে ভুলতে।