দু'টি মায়াবী চোখ দেখে হয়েছি পাগল
পড়ে না পলক,
সাত নূরীর মুক্তা দিয়ে চোখের মণি গড়েছে প্রভু
তব চোখ-রূপ চোখ দেখিনি আমি কভূ ।


তোমার ঐ চোখে স্বপ্নপূরীর স্বপন যেন ভাসে
তোমার ঐ অপরূপ চোখ মায়াবী হাসি হাসে,
তব চক্ষু নদীর চারপাশে পুষ্পকাননে ভরা
তুমি যেন প্রভুর মায়াময় হাতে গড়া।


মায়াবী ঐ চোখের দৃষ্টিকোণে ক'বার হারিয়েছি আমি
আমার স্বপ্নপুরী রাজ্যের রাণী তুমি, সবচেয়ে দামি
মেঘ নামছে ঐ দেখো, ঐ মেঘবালিকা তব কাছে নত
ঐ মেঘবালিকাও মায়াবী চোখের প্রশংসা করে শত !


কাজল মাখানো ঐ চোখে যেন রজনীর
এক ঝলক আলো-আঁধার করছে খেলা,
মায়াবী চোখের বৈচিত্র দেখে দেখে
কবির কেটে যায় বেলা ।


মধ্যযামিনীর হাসিমাখা চাঁদ, সেও পাগল
দেখে তোমার মায়বী চোখ, মায়াবী হাসি,
তুমি ভালোলাগার প্রথম প্রেমকুমারী
সত্যি বলছি, তোমায় বড্ড ভালোবাসি।