মিহির আলোয় পরেছে ছায়া গেয়ে যায় গান জলে
মিনতি দিঘির, শশীর কাছে আলোর তরে ছলছলে।


তামসী রাতে ঘুমজাগা পাখির গান ভেসে যায় দূরে
লুকিয়ে আবার শিস দিয়ে যায় দোয়েল তার নীড়ে।
কল্পনায় আঁকা শিল্পির ছবি যেন না বলা কথা বলে
দারুন কোন স্বপ্ন চোখে নতুন ভুবনের পথে হেটে চলে
রঙিন আকাশে উড়ে যায় কিছু আশা পাখির দলে।


লেখা: ২২.০৮.২০২১ খ্রি.।