ও মৌমাছি, ও মৌমাছি
ফুলের ওপর বস,
ফুলের মধু খেয়ে তুমি
মিটি মিটি হেসো।


ভনভনিয়ে উড়ে চল
দেশ-বিদেশের পথে,
ফিসফিসিয়ে বল কথা
ফুলপরীদের সাথে।


ফুলে ফুলে বসে তুমি
সঞ্চয় কর মধু,
কত সুন্দর মৌচাক বানাও
আছে তোমার জাদু।


# রচনাকাল- ১৫/০৩/২০২২ খ্রি.।