প্রজাপতি প্রজাপতি
মেলে দিলে পাখা,
শিশুর মনে কৌতুহলে
তোমার ছবি আঁকা।


উড়ে-উড়ে বেড়াও তুমি
গাছে, ফুলে-ফলে,
যেমন আকাশ পানে ঘুড়ি
উড়ে-উড়ে চলে।


বস তুমি গাছের ডালে
শিশির ভেজা ঘাসে,
ভেজা ঘাসে তোমার ছায়া
রোদের মত হাসে।


তোমার হাসি ভালো লাগে
আমার প্রতি বেলা,
ভালো লাগে ফুলের মত
প্রজাপতির মেলা।


লেখা: ২১ অক্টোবর ২০২১ খ্রি.।