তুমি আমার প্রিয়তম স্বাধীনতা
তুমি আমার প্রিয়তম বাংলাদেশ।
আমার দেশের ভাইয়েদের, বোনেদের, মা দের বুকের
তাজা রক্ত দিয়ে কেনা লাল-সবুজের পতাকা।
বিশ্বের মানচিত্রে বাংলার নাম হয়েছে লেখা
কবিদের কবিতায় বাংলার সৌন্দর্য লেখা
শিল্পীদের হাতে যতনে আঁকা ছবি।
তোমার জন্য আজ মুক্ত আমরা
স্বাধীন আমরা
অনায়াসে চলতে পারি, বলতে পারি, গড়তে পারি সবই
তুমি আমার প্রিয়তম স্বাধীনতা
তুমি আমার প্রিয়তম বাংলাদেশ।


#বই- বঙ্গবন্ধু এবং বাংলাদেশ #কবিতা নং- ৩২০।
# রচনাকাল-১৫/০২/২০২২ খ্রি.।