নিকোটিন বা অ্যালকোহল নয়
নয় অনল নয় কোন বিষাক্ত দংশন
আমাকে নিয়ত ধ্বংস করছে কে
আমি তা জেনেও জানিনা
বুঝেও বুঝি না,
অসম্ভব জীবনাচরণ
নিদারুণ বঞ্চনা,
আমাকে কে করেছে অনুভূতি শূন্য
নেই কোন উত্তর তার আমার কাছে,
সেই অনুভূতিহীন জীবন আমাকে করছে রিক্ত
ক্ষয়ে যাচ্ছে মস্তিষ্কের নিউরন,
স্মৃতি শুন্য হয়ে যাচ্ছি আমি
আমার জগত আমার চিন্তা চেতনা।
আমার জাগ্রত মন যেন আজ অ্যালঝেইমার আক্রান্ত
দৃশ্যপট গুলো বদলে যাচ্ছে দ্রুত
যেন নাটকের মঞ্চে আলোর বিচ্ছুরণ নিয়ত!
জীবন তুমি কেন এমন?
কেন এত স্বার্থপর?