বেশুমার ভাবনা গুলো
আর তোকে ছাড়া ভাবতে পারে না
বোকা ভাবনা গুলো ভুলেও তোকে ভোলে না
কি করে ভুলি তোকে হায়
ভুলতো পিছু ছাড়ে না!


কবে কি ভেবেছি
কবে ভুল করেছি
ভুলের ঐ পাহার ডিঙ্গিয়ে
তোর সীমায় ঢুকে পরেছি।


আয়না আয় চুপটি করে
যাই দুরে নৌ-বহরে
চল চল চল সীমা ডিঙ্গিয়ে অথৈ সাগরে
চল ফিরি স্বপ্নের ঐ চেনা গলিতে।


একাকী শুধু একাকী
কত বল এভাবে থাকি?
বোকা সময় গুলো সব
আমাকে দেয় শুধু ফাকি।


ভাবনার মোড়কে বাধা পড়েছি
তোর হাসির খোড়াক আমি হয়েছি
দুয়ারে দুয়ারে ঘুরি কত বল
আমি যে তোকে শুধু চেয়েছি।