___আজ আমার জন্মদিন___



মার্চ  দশ  দুই  হাজার  চার
    দিনটি ছিলো বুধবার
একটি শিশুর জন্ম হলো
    নামটি হলো মামুন  তার।


পিতা আব্দুল্লাহ -এর ঘরে
   গর্ভ ধারণে হামিদা বেগম,
কালো রঙের সন্তানটি ভাই
    দেখতে লাগে মাশাল্লাহ ।


মুখটি ভরা হাসির প্রদীপ
    হাসতো সারাক্ষণ,
হাসির মাঝে মিষ্টি জাদু
      সবের বিচরণ।


বড় হয়ে কমে হাসি ভাই
   দুখের আগমন!
অপ্রয়োজনে কথা বলে না
     সুন্দর আচরণ।


মেধার দিকেও কমে  নাহ
     ভালোই মেধাবী,
   দিন-রজনী স্বপ্ন দেখি
    হবো একদিন কবি।


দেখতে দেখতে উনিশ  পার হলো
      বিশ আমার শুরু,
ভুল ত্রুটি করেছি, জেনে না জেনে
      সবাই ক্ষমা করবেন।


আজকে আবার আসলো সেদিন
       বুধবার  আমার জন্মদিন,
   সবার কাছে দোয়া চাই আমি
    শুভ হোক আমার আগামী দিন।