আজও গোলাপ হাতে তুলে নেইনি
এস এম মামুনুর রশীদ


চৌদ্দ’তে গিয়েছিলাম এক ফুলের বাগানে
একটি গোলাপ তুলেবো বলে
সেই গোলাপ রাখবো মনে বলে।
কিন্তু ফুলটি তোলা হয়নি,  আজও অপেক্ষায় রাখছে আমায় ।


একুশে আবার আমার ফুলের বাগানে গেলাম!
দেখলাম  ফুল  শুঁকিয়ে পরেছে মাথার কেশে,
কিন্তু,  ফুলটি নেওয়া হলো আর।


উনিশ যৌবন যখন আমার উতালপাতাল করে,
গোলাপটি দিলো ধরা আমার কাছে ।
পেটের ভয়ে গোলাপটি তুলিনি হাতে
হয়তো তুলে নিলে হাতে,   অবহেলা করতে সকলে।


সাতাশে আবার দেখতে গিয়েছিলাম বাগানে
ফুল’টি দেখি ঝরে গেছে বাগান থেকে,
আজও কেউ ফুল দেয়নি আমার হাতে।