এখন না-কি তার বিরক্ত পাত্র আমি


চিনা নেই জানা নেই, নেই তো কোন শুনা
তারপরও কলে বলে আমি ওমুক ---
এভাবে এভাবে কথা চলে দিবারাত্রি
হল মনের লেনাদেনা ।


দিন রাত কথা চলে মন হয়ে যায় ভালো।
মাঝে মাঝে কথা বলে মুখ হয় মলিন,
তারপরও যেই দিক চলার, সেই দিক চলি।
তবুও নাহি মনের মতো হতে পারি।


এভাবে এভাবে চলে গেল তিন তিনটি বছর
তবুও নাহি চিনতে পারলাম তার রূপ।
কথায় কথায় আঘাত করে বুকের মাঝে
তারপরও বলে আমি নাহি পরিস্থিতি বুঝি না।


এখন সেই কথায় কথায় পাস কেটে যায়
আমি এখন তার জীবনের বিরক্ত কারণ।
কি করিবো ?  নেই মোর জানা
পথ হারা পথিক আমি!
সেই নাহি বুঝে;
বাস্তবতা ভুলে কল্পনাতে আমি।


সব দুঃখ আপন করে নিলাম,
তুমি হও  চিরসুখী দোয়া করি আমি।