আমার পরিচয়
এস এম মামুনুর রশীদ


গোবিন্দপুর নাংলা গ্রামে জন্ম আমার
          ইউনিয়ন   নাংলা
  উপজেলা মোর মেলান্দহ থানা
         ডাকঘর বড়াংঙ্গার


জামালপুর নামক জেলাটি মোর
      থাকি না-তো  সেথা,
   থাকি আমি ঢাকা নারায়ণগঞ্জ
         কর্ম করি যেথা।


বয়স আমার উনিশ চলে
      তাহার অধিক নয়,
পাড়া-প্রতিবেশীরা ডাকেন মোরে
     মামুন  নামে কয়।


বাবা আমার মোঃ আব্দুলাহ
      মাতাঃ হামিদা বেগম
তাঁদের পেলে সব ভুলে যায়
     খুঁজি নাকো আঁহার।


লেখা-পড়া মোর বেশি নয়
     একাদশ  শ্রেণি পাস,
দারিদ্র্যতায় লেখা-পড়ার
        হলো সর্বনাশ!


শখের বসে লিখি আমি
    ছড়া, কবিতা যত,
কবিগণে কহেন মোরে
    লিখে যাও অবিরত।


কবি'র কথায় অনুপ্রাণিত হয়ে
       সদা লিখে যাই,
গুণী'র সান্নিধ্যে জীবন গড়ি
       আনন্দ আমি পাই।


কেহ আবার ডাকেন মোরে
কবি এস এম মামুনুর রশীদ  কয়,
আমি হলাম চাকরিজীবী
    এই আমার পরিচয় ।