আমি মানুষ হতে পারিনি



আমি হতে  চাই না নেতা
আমি হতে চাই মানুষ _ মানুষের মতো মানুষ।
আমি কখনোই ভাবিনি
নিজের বিবেক বুদ্ধি কে ঘুমিয়ে
নিজেকে দেয়  এই সমাজে বিক্রি করে।


আমি মানুষ হতে চেয়ে _ এই সমাজের কাছে ।
আমি বাস্তবতা কাছে বারবার হেরে যাচ্ছি।
কি এই পরীক্ষা দিতে বিধাতা আমাকে পাঠালো
আমি যাচ্ছি হেরে বারবার,
আমি হতে চেয়ে মানুষ, হছি অমানুষ।


আমি আজও মানুষ হতে পারিনি
আজ সমাজ চিৎকার করে কাঁদে ওঠে
কিছু  অশ্লীলতা কাজ কর্মে।


আমি কবি হতে চাই না,
আমি মানুষের মতো মানুষ হতে চাই।
সবকিছু দেখে চোখে, না দেখার মতো থাকতে হয়।
আমি মানুষ হতে পারিনি।


আজও আমি মানুষ হতে পারিনি
জম্ম সূত্র মানুষ হয়ে _  দেখতে হয় অমানুষের কাজ
হৃদয় আমার চিৎকার করে কাঁদে ওঠে।


স্বাধীন দেশে বসবাস করি,
পরাধীনতারই বেশি।
সত্য কথা বলতে গিয়ে,
এই সমাজের চোখে অপরাধী আমি।


মানুষ হয়ে হয়ে অমানসিকতার কাজ করি মোরা,
হাতে তুলে নিয়ে কলম, হ'য়ে গেয়েছি অমানুষ,
মানুষ হ'য়ে হ'য়ে হলাম পশু।
আমি মানুষ হতে পারিনি,
আমি মানুষ হতে চাই...!!