আসল পুরুষ


বাবা একদিন বলেছিল----
হয়তো একদিন থাকবে না আমার হুঁশ
সেদিন তুমিই হবে  পরিবারের পুরুষ  
তখন তুমিই হতে পারো মানুষের মতো মানুষ ।
পরিবারের চাপে না হারায় হুঁশ।
তখনই তুমি হবে আসল পুরুষ।


দিনে  দিনে কালে কালে
                  মর্মভেদ বুঝি !
সেই কথায় অর্থ  আজও আমি খুঁজি ।
কপালে দিয়ে হাত বসে থাকি সারারাত ।
          সকাল সন্ধ্যা বেলা
আমি শুধুই খুঁজি  বাবার দেওয়ার কথাটা ।


বাবা নেই বলে ---
হাটা চলা কথা বলা সব জায়গায় দোষ
এখন  হিসাব করে পা রাখি আমি।
মিথ্যার  সাথে কখন করিনি আপোস


অসৎ সঙ্গ ছেড়ে-নিজে নির্দোষ।
লোভ লালসা হয়নি কখন মোর
ধন্য ধন্য সেই ঘরে আমার জন্ম ।
নিন্দুকের ক্ষমা করে,যাচ্ছে নিজের যে দোষ,
         সেই তো জগতের আসল মানুষ।