ধোঁকা


সাতে জানুয়ারি দুই হাজার বাইশ
পড়লাম এক ধোঁকাই
ভালো জীবন টা নষ্ট হলো
বন্ধুদের পাল্লায়৷


ভালো একটা কাজে ছিলাম
ডিউটি ছিল বেশি
বন্ধুর ফেসবুকে প্রোফাইল
দেখে বললাম কি করো তুমি।


বন্ধু আমাই বললো
ভালো একটা জবে আছি আমি
আমার জন্য সুযোগ হবে
তোমার ওনু কি।


বন্ধু আমাই বললো
এক টা বাজলে কল দিবা তুমি
এক টা বাজতে না বাজতে কল দিলাম আমি
বন্ধু বললো স্যারের সাথে আলোচনা করে দেখি।


বন্ধু আমাই কল দিলো একটু খানি পরে
বললো  সিভি দিয়ো  দেখি
একদিন পরে কল দিলো স্যারে আমার ফোনে
সাত তারিখে পরীক্ষা আমার অফিসেতে।


কলটি পেয়ে বোকা ছেলে
হলো বড্ডই খুশি,
সবকিছু রেখে বোকা ছেলে
পরীক্ষা দিতে এলো।


পরীক্ষা দিতে না দিতে
রেজাল্ট তার হাতে এলো
রেজাল্ট পেয়ে ছেলেটি হলো আত্মহারা
জবটি তার হয়ে গেছে ।


থাকবে না আর প্যার্রা
ছেলেটি না বুঝিয়া
হলো আগে জবটি ছাড়া
ধোঁকা আকাশে ছেলেটি বড় একা।


পরিবারের অভাব মিটাতে
এলো একটি কাজে
অভাব তাকে ধরলো
চতুর্থ  পাশে থেকে।


কর্মতে এসে হয় মানুষের
প্রাথমিক রূপ চিনা
তার জন্য  পরিবারে হয় না
অভাব মিটানো।


এই ধোঁকা শহর থেকে
কবে পাবো মুক্তি  ।