জীবনের পথ বুঝে চলো



অতীত থেকে শিক্ষা নিয়ে জীবন করতে হবে গঠন
অতীতে কি হারিয়েছো,  কি বা পেয়েছো ।
সেইতো একমাত্র তুমিই ভালো জানো,
সেই তো আসবে যাবে,  অতীত কি আর ভুলা যাবে ।


বন্ধু বান্ধব কতো কথাই তো বলবে
আসলেই পরিস্থিতি কেউ নাহি বুঝবে ।
জীবন চলা পথে সত্য মিথ্যা তুমি বুঝবে
যতো কিছু হোকনা কেনো, নিজেকে রাখতে হবে সৎ ।


জীবন তো কোন নীতিমালা দিয়ে যায়না চলা ;
জানি সত্য পথে চলতে অনেক কি বাঁধা ?
অজানা মধ্যে দিয়ে হতে পারে ভুল
ভুল পথে চলা অনেক সহজ ভেবে, চলোনা ভুল পথে ।


মিথ্যা সাথে যুদ্ধ করে চলতে হবে সত্য পথে
এতে জীবনে আসতে পারে হাজারও ঝড়।
ঝড়ের সাথে যুদ্ধ করে প্রমাণ করতে হবে সত্য টা
বিপদে পড়লে আল্লাহ পাক কে করো স্মরণ ।


সকল বিপদ আল্লাহ পাক দেখবে, যদি সত্য পথে চলো।
হাজারো বিপদে পরও, বিজয়ের মালা তোমার গালা আসবে ।