ছোট্ট প্রেমের বিচ্ছেদের কাহিনী


তুমি বলেছিলে আমি তোমার সকল সুখ,
আমি ভেবে নিয়ে ছিলাম তোমার সময় নষ্টের কারণ ;
তুমি বলেছিলে আমি বিহীন তোমার জীবন শূন্য মরুভূমি,
আমি বুঝে গেলাম তোমার বুকে অন্য কেউ।
তুমি বলেছিলে আমার সাথে কথা না বলে তোমার ভালো লাগে না।
আমি বুঝে গেলাম আমি এখন তোমার বিরক্তের কারণ ;
তুমি বলেছিলে সন্ধ্যা আকাশে তারা অনেক দেখতে ভালো লাগে।
আমি বুঝে গেলাম তুমি মেলায় যেতে চায় ;
তুমি বলেছিলে তোমার হাতে হাত রেখে হাঁটতে অনেক ভালো লাগে;
আমি ভেবে নিলাম তোমার হাতে হয়তো অন্য কারো আংটি।
তুমি বলেছিলে বই পড়তে অসম্ভব ভালোবাসো।
আমি বুঝে গেলাম নতুন কোন গল্প শুনতে চায়;
এভাবে এভাবে ভালোবাসার গল্প হলো তৈরি।
হঠাৎ তুমি বলেছিলে দিন দিন পরিবর্তন হয়ে যাচ্ছো তুমি,
আমি বুঝে গেলাম বিচ্ছেদ চাইতাছো তুমি।
হয়তো সেই থেকে মুক্তি হলা তুমি।
আর বিচ্ছেদের কষ্টে পুড়ে পুড়ে ছাঁই হলাম আমি ;¡


তারপর,
         হঠাৎ চার বছর পর দেখা হলো তোমার আমার; ট্রেনে।
তোমার কোলে ফুটফুটে একটা বাচ্চা,সেই  তোমার মতো হয়েছে।
ট্রেনের প্রথম কথা কেমন ছিলো জানি!  
তুমি জিজ্ঞেস  করেছিলে, "কেমন আছেন আপনি"...?
তখন থেকে বুঝে গেলাম, পর হয়ে গেছি আমি...........।