তরকারির বাজারে আগুন


দেখো বাঙালি দেখো
তরকারির বাজারে আগুন ।
সবচেয়ে ভালো লাগে কিনতে গেলে বেগুন!
দুই বছর আগে পেঁয়াজ ছাড়া তরকারি হয়েছিল বেশ মজা।


এখন দেখি তরকারি বাজারে বড়ো জ্বালা,
এখন আবার বেগুনের বাজারে জ্বলছে আগুন
বেগুনি ছাড়া মুড়ি বর্তা বড়ো মজা।
বেগুনি জায়গায় মিষ্টিকুমড়া  লাগে বড় তামা তামা।


প্রতিবাদ করা জন্য হযরত মোহাম্মদ (সঃ) মতো,
বাংলার জমিতে একজন দরকার।
বহুরূপী মানুষ আছে বাঙলার জমিতে চুপচাপ,
আছে শুধু প্রতিবাদ করার মতো-এই জমিতে অভাব।


তাদের কিসের রোজা কিসের নামাজ
পাপ কাঁধে তাদের  পরশ হচ্ছে বোঝা।
সাধারণ মানুষকে করছে খুন, করছে জমিদারি
জ্বলছে দেখেন বাজারে মাঝে দ্রব্যের আগুন।


সাধারণ মানুষের দুই চোখের  দুঃখের ফাগুন
কেমনে আসে দুই চোখের ঘুম, জাগুন এবার জাগুন।