অসমাপ্ত কবিতা
সে আমার সম্পতি নয়,সম্পদ
রাজ্য পাবার জন্য নয়
সুখের সাগরে ভাসার জন্য নয়
দুঃখের নোলাজলে ব্লটিং পেপার হয়ে
চুষে নোবার জন্য
ভূবনে তার নিত্য আনাগোনা
সে তো আমার মেহরুন
হৃদয়ের দামে কিনা
ভাগ্যের কাল পাথর ঢেলে
আধার ভূবনে
মঙ্গল দ্বীপ জ্বেলে
সে এলো চুপি চুপি সংগোপনে
চৈত্রের খাখা রুদ্দরে
এক ফসলা বৃষ্টির মত
প্রজাপতির রঙ্গির পাখার
মায়াময় প্রশান্তির মোহনায়
ভরে দিলে, হৃদয়ের একুল ওকুল
নষ্ট সময়ের কষ্ট
দুর হলো,
আলোকিত ভোরে
তোমার জন্য সুবাতাস বয়
জীবনের পরতে পরতে