সেই স্রোত ফিরে এসেছে জোয়ান
রাজাকার,আলবদর,আলশামস
আর শান্তি বাহিনীর
সমাধি গড়তে হও আগুয়ান,
কাংখিত গণতন্ত্র আজ ধাবমান।
যায় না আটকানো, যায় না ফেরানো
পতাকার খুঁটির উপর একটা শকুন আসে
বেহায়া শকুন আজও লোলপ দৃষ্টিতে
মা বোনদের ওড়না টানতে চায়
কখনো বই মেলায, পহেলা বৈশাখী মেলায়
ছায়ানটের বটতলায়,
প্র্বাসীর গৃহবধুর সযতনে  রাখা সম্ভ্রমে
পশ্চিমা পিচাশের প্রেতাত্মা তোরা, লজ্জাহীন
ধর্মের বর্মে তোরা বকধার্মিক,  শতধিক
আজও তোরা অভিজিতের কন্ঠ চেপে ধরিস
তোরা বোকা, জানিস না অভিজিতরা নশ^র নয়
এরা আদর্শ শতবার জন্ম নেয়।
১৫ আগষ্ট ধানমন্ডির ৩২ নম্বারে হত্যাযজ্ঞে
১৪ ডিসেম্বর, কিংবা ২১আগষ্ট গ্রেনেড হামলায়
জাতিকে আদর্শ চ্যুত করতে পারনি
বাঙ্গালী আজ উন্নত বিশে^র স্বপ্ন দেখে
বঙ্গ বন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেত্রীত্বে
দেশ আজ বিশ^ দরবারে মাথা উচু করে দাড়িয়েছে
তোদের লেবাজি কুজ্জটিকা আজ ব্যার্থ
বালায় বালায় তোরা সইরা যা
যাদের উপর ভর কইরা মন্ত্র সাজাস
তাদের নিজেদের দিনকাল
আজকাল ভাল না
বালায় বালায তোরা সইরা যা