তুমি এমন মিষ্টি করে বাঁজাও
অসহ্য সুন্দর গ্রাস করে আমাকে
কুরে কুরে খায়,
নিজেকে খুঁজে পাইনা আমাতে
তোমার নরম ঠোটে স্পর্শে
আমি প্রান ফিরে পাই।
আমি হারিয়ে যাই প্রকৃতির মাঝে
পাখির গানে নদীর কলতানে
ঝরনার গতিময় নৃত্যে।
তোমার সচেতন আঙ্গুলী হাটে
আমার প্রতি ঘাটে ঘাটে
সুর নিংড়িয়ে নেয় ছন্দের  শ্লোগানে
আমি হয়ে উঠি গতিময় প্রানবন্ত
আরো আরো বেশি তেজ দীপ্ত
উত্তেজীত হয়ে যাই ঢের বেশি
ছুটে চলি মন থেকে মনান্তে
যেখানে হৃদয় কথা বলে একান্তে।