চারিধারে আগুন
দাউ দাউ করে জলছে কারখানা
বস্তি, রাজপথ, অটো বাস
আশরাফুল মাকলুকাত সব।


চারিধারে আগুন
দাউ দাউ করে জলছে
কাঁচা বাজার, কবিতার পান্ডুলিপি
প্রেমিকার চিঠি সব\


চারি ধারে আগুন
দাউ দাউ করে জলছে
মাধবীর উড়ণা
ভাবীর কালো চুল
মায়ের অমন স্নেহ মাখা
মায়ার আঁচল সব।


চারিধারে আগুন
দাউ দাউ করে জলছে
লাইব্রেরী, ছাপাখানা
রবী নজরুলের কবিতা
শহীদ মিনার স্মৃতিস্তম্ব সব\


চারিধারে আগুন
দাউ দাউ করে জলছে
উন্নয়ন পরিকল্পনা, সত্য ভাষণ
পিকাসু, জয়নুল, সুলতানের তুলি
অনিমেষের ছোট্ট চায়ের দোকান সব\
জলছিনা শুধু আমি
আমিতো এতোর্দিনে ছাই।