চড়ুই পাখি
চড়ুই চড়ুই মিষ্টি চড়ুই
কোথায় যাস উড়ে,
চড়ুই বলে যাব আমি
দূরের দেশের কুড়ে।
দেখা হবে সেথায় আমার
সকাল সাঁঝ আর ভোরে।
চড়ুই চড়ুই দুষ্ট চড়ুই
তুমি ভারি মিষ্টি,
তোমার সাথে গাইব গান,
আসবে যখন বৃষ্টি।
শিল্প ঠোঁটে বানাও ঘর
আপন কর্মে খাও
পোকা মাকড় শস্য দানা
যেথায় যাহা পাও।