হত হয়েছে বিবেক তোদের
ক্ষত হয়েছে দৃষ্টি,
তোদের দ্বারা
হবে কেন আর
নতুন কিছু সৃষ্টি।
সৃষ্টিরা সব হারিয়ে গেছে,
দূর পাহাড়ের ওপারে,
চেষ্টা করেও আনা যায় না তাদের
দস্যুপনার অন্তরালে।
হাজার ব্যথা হাজার ক্ষত
কোথায় যাবো সারাতে
যা ছিল যাই বা আছে,
শঙ্কা হয় যদি তা হয় হারাতে।
কোথায় পাবো এমন ওঁঝা,
সরষের ভুত সারাতে।