জানাজানি হয়ে গেলে ঘটে যেতে পারে
লঙ্কাকান্ড, সমূহ বিপদ
তারও আগে ভেবেছিলে ধর্মীয় ভিন্নতার
বাধা
বিধি নিষেধের বেড়াজাল
রায়ট কিংবা সসস্ত্র সংঘাতের পূর্বাভাস
সামাজিক সহিংসতার অযুত আশঙ্কার কথাও
বলেছিলে প্রিয়তমা


এই সকল অজুহাত, ঠুনকো উছিলা
দেখিয়ে
বারবার আমাকে
ফিরিয়ে দিয়েছিলে প্রত্যাখ্যানে...
অষ্টমঙ্গলা প্রতিমার চোখে
আমি কি দেখিনি আমার সর্বনাশ, সেই দিন ?


প্রেম তো কখনো বলে কয়ে আসে না
দেবযানী !
জাত কুল সাদা কালা বোঝে না
কখনো ভাবে না--
কে মুসলিম, কে হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান !


প্রেম হলো ঐশ্বরিক, অসাম্প্রদায়িক
মানব মানবীর কামরূপ
দেহসর্বস্ব সৃষ্টিলীলার ধর্মনিরপেক্ষ সুসমাচার !


#######


ধানমন্ডি
১৩ সেপ্টেম্বর ২০২০ খ্রীস্টাব্দ