বিশ্ববাজারে মৃত্যুর চেয়ে কমদামী
কোন পণ্য, সচরাচর নেই
যাকে বলা হয় একেবারে পানির দামে
আর একটু খোলসা করে যদি বলি-
মৃত্যু আসলে, সর্বদাই রিলিফের মাল, ত্রাণের
সামগ্রী
মুনাফাখোর মহাজনের হাতে তুরুপের তাস


জাহাজে করে আসে যে সকল চালের বস্তা,
গম, সাবান, স্যানিটাইজার
তাদের গায়ে গায়ে লেগে থাকে মৃত্যুর
হলুদ মোড়ক, বিষাক্ত লালা


আরো কিছুকাল বেঁচে থাকার ব্যকুলতায়
আমরা ভাত খাই, রুটি খাই,
সাবান স্যানিটাইজারে জীবাণুমুক্ত হতে
চেষ্টা করি...


এসব কিছুই না
মৃত্যুই আসলে আমাদের সারাক্ষণ খায়, খুঁটে খুঁটে !


#######


ধানমন্ডি
১১ সেপ্টেম্বর ২০২০ খ্রীস্টাব্দ