মরুর হাওয়ায় বারুদের ঘ্রাণ লেগে আছে
বিদীর্ণ আকাশে ধোঁয়ার কুন্ডলী
নগরীর ধ্বংসপ্রাপ্ত প্রাচীরে কান পাতলেই
এখনো বোমার আওয়াজ, চাপা পড়া মানুষের
আর্তনাদ শোনা যায়


ইতিহাস স্বাক্ষ্য দেয়, এই প্রাচীন জনপদে
কেউ আদিবাসী নয়, কারো কোষ্ঠীনামাতেই
খচিত নেই ভূমিপুত্রের সীলমোহর
এখানে দখলদার, অনুপ্রবেশকারীরাই
গায়ের জোরে ভূমধ্যসাগরের জল বদলে দিতে
চেয়েছে বহুবার


কখনো কৃষ্ণ পাহাড়ের পাদদেশ, কখনো
উপকূলবর্তী অন্ধকার থেকে
দুর্বিনীত এক ধর্মষাঁড় বারবার ছুটে এসেছে
ধারালো শিঙের আঘাতে তছনছ করেছে
প্রান্তিক কৃষকের সবুজ খেত খামার, ফসলের
গোলা


মহান ঈশ্বর তাই নীরবেই অশ্রু ঝরিয়ে
গেছে চিরকাল, জেরুসালেমের পবিত্র ভূমিতে  


###


ধানমন্ডি, ঢাকা
০১ জুন মঙ্গলবার
২০২১ খ্রীস্টাব্দ