জেনেছি মূল্যহীন অসাড় জীবন, খুলে
যাওয়া শকটের চাকা, ব্যর্থ
আঙ্গুলের ছাপসহ ভেঙে ফেলা মদের গেলাসে
কড়া তামাকের ঘ্রাণ  


প্রার্থনার মত দীর্ঘ, মেয়াদোত্তীর্ণ রাত
গাঢ় অনল থেকে উঠে আসে
ধারালো তরবারি, বুনো কাঁটা বিঁধে
থাকে চোখে, সাপের ছোবলের মত ব্যথার
প্রকোপ--


সোমরস, পপির নির্যাসে আগ্রহ
নেই। বেদনানাশক, ঘুমের বড়িতে, সামান্য
আচ্ছন্নতা ছাড়া আর কিছু
বুঝি না


নিরাময় প্রথা জানা গেছে শুধু নীলাভ চুম্বনে
___


ধানমন্ডি, ঢাকা
০৫ সেপ্টেম্বর রবিবার
২০২১ খ্রীস্টাব্দ