নির্মম এক নিয়তির সাথে শুয়ে আছি
জল বিছানায়
উপরে শ্যাওলার ছাদ, ঢেউয়ের কম্পন লাগে গায়ে
জলাঙ্গীর স্রোত বুকে নিয়ে ভেসে যায়
এক ঝাঁক নীল তিমি


দিন কিম্বা রাত্রি, কোনটাই নয়
আলো কিম্বা অন্ধকার, কোনকিছু নেই
চরাচর জুড়ে শুধু, নিবিড় জলমগ্নতা আছে
নিমীলিত চোখে


বাতাসে বিষণ্ণতা, বিবর সাধনার গান
মেঘের দরোজা খুলে ধীরে ধীরে উড়ে এল
এক অভিনব, অদৃশ্য পাখি
মাথায় ময়ূরীর ঝুঁটি, পাখায় আগুন
সহসা আমার ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো, অস্পষ্ট
অস্পৃশ্য


ফিরে যেতে যেতে জলরঙ থেকে
তাঁর, ছড়িয়ে পড়ল আলোর ঝলকানি


---


ধানমন্ডি, ঢাকা
২২ জুন মঙ্গলবার
২০২১ খ্রীস্টাব্দ