যতখানি শ্রবণযোগ্য সবটুকু যে তার
সুললিত, শ্রুতিমধুর- এমনটা কিছুতেই নয়
এমনকি কাছাকাছিও নয় অনেক কিছু  
সংগীতে, ভাষণে, বিতর্ক সভায়
মাঝে মাঝে বিষোদগারের লালাও অনিঃশেষ
ছড়িয়ে পড়ে চারপাশে


যখনই বলেছি তোমায়- সার সংক্ষেপ, সর্বংসহা
অহেতুক জলমগ্নতায় আমার কোন ক্ষত
কোন নীল কিংবা কালশিটে দাগ
আমি কখনো কোথাও চিত্রিত করিনি-
ভালোবাসার অলীক পারদ
তবুও প্রতিটি ঝড়, জ্বলোচ্ছাস, জোয়ারের আগে
বহুতল ভবনের তীর্যক সিঁড়ি বেয়ে ওঠানামা করেছে
প্রতিনিয়ত


অথচ উত্তাপ উতলা হয়েছে বারবার বাসন্তী হাওয়ায়


###


ধানমন্ডি, ঢাকা
০৯ঃ৫১ মি. রাত
০৮ এপ্রিল বৃহস্পতিবার ২০২১ খ্রীস্টাব্দ