আয়নার মতো চকচকে জল, টলমলে
অতল গভীরে
সবুজ নারকেল পাতার
প্রতিচ্ছবি- ডুবন্ত মহাদেশ ;
এলোকেশী মেয়েটির গায়ে রূপার কঙ্কণ
ধীর লয়ে বাজে
শাপলা ফুলের ত্রিবেণীতে নাচে লাজুক ভ্রমর।


এমন দিঘির পাড়ে বিচল দুপুরে
ঝিরিঝিরি দখিনা হাওয়ায় মেয়েটি ভাবে-
এই বেলা পেরিয়ে গেলেই
সে নিশ্চয়ই এসে যাবে। কিংবা এসে গেছে
মেঠোপথে, কিষাণের বেশে
নবান্নের গান হেমন্তের চিনিগুড়া ধানে।


খোলা চুলে তার পাখীর ওমের মতো
ছড়িয়ে পড়ে শীতের কুয়াশা- টুপটাপ করে।


#######


ধানমন্ডি
২৬ সেপ্টেম্বর ২০২০ খ্রীস্টাব্দ