তুই আর আমি নদী ও মেঘ,
প্রখর রৌদ্রে দেই বাষ্পের ঝড়,
আসে মেঘের আবেগ!
ঘন বরষায় তোর অবিরত ধারা,
মেঘ থেকে নামে ঝরঝর!
মাটির গহীনে তাই নদীর মোহনা,
মেঘের সুপ্ত জলের শ্রাবণ!
তুই আর আমি বাচিঁ একই সাথে,
চাঁদের আলোয় হাত রেখে হাতে!