কান্না গুলো হঠাত নামে,
ঝরা পালকের মতো।
শহরে তখনো বিষণ্ণ দিন,
চোখের কোণে সাঁঝের আভাস।
মন খারাপের অর্কিডেরা -
লতিয়ে ঘরের চার কোণায়,
তোমার স্বপ্নে ঘুমের শেষে
বৃষ্টি নামে হর হামেশাই।


পাহাড় যেমন মেঘ ছুঁয়ে যায়।
একলা রাতে জ্যোৎস্না কাঁদে।
তুমিও একা সেই আকাশেই,
আলতো হাওয়ায় ডাকো আমায়।
কান্না গুলো পালক হয়ে-
ঠিক তখুনি ঝর্না ঝরায়।


প্রতীক্ষারই ক্লান্ত খেলায়,
সময় শেষের কল্পনাতে,
সাগর ও তার উর্মিমালায়,
ঠিক খুঁজে নেয় তীরের সোপান।


আমার কাটে অনন্ত কাল-
মিলন খোঁজার কল্পনায়।
মাঝে মাঝেই ঝরা পালক,
কান্না হয়ে বুক ভাসায়।