শেষ বিকালের নরম আলোয়,
কফির ধোঁয়ায় নামে মেঘদল।
মায়াবী চোখের অঝোর ধারায়,
নেমেছে হঠাত বৃষ্টির জল।


হেঁয়ালি ধোঁয়ায় নীরবে ভেসেছে,
চোখের তারায় জমাট আকাশ।


চকিতে পর্দা ছাড়িল পেয়ালা,
অচেনা হাসিতে টোল পড়া গালে,
মহাসমুদ্র হতে ভেসে আসে স্বর-
যেটুকু সময় দিলো মহাকাল আজ,
সাজিয়ে গল্পকথা, ভুলে সব কাজ
থামিয়ে কালের চাকা, অভব্য নিয়তি
অন্তহীন কথাজালে পার হতো যদি,
তোমার আমার এ ছোট জীবন।


অনন্ত কফির কাপে চুমুকের মতো,
তোমার রঙিন হাতে, আমার বিস্ময়ে-
বিবর্ণ টেবিলে ফোটে নীলাভ শালুক।