কিছু নেই তোর চোখে শূন্যতা ছাড়া!
সবুজ দ্বীপের বন মরে গেলে পর,
গাছের কঙ্কাল আনে উন্মুক্ত পাঁজর!
শুধু নিঃস্ব বালুর রেখা সমুদ্রে ভাসে,
জাহাজ ঘুরিয়ে ফেলে পালের নিশানা।
তৃষ্ণায় আধমরা পাগল যে নাবিক,
সেও ত পালায় দেখে বালির সীমানা!
তেমন শূন্যতা তোর চোখের আলোয়!


সারাটি জীবন তার কাটবে খাঁচায়,
এই ভেবে কিছু পাখি হয়ে খুব চুপ,
সকল শারীরবৃত্ত ভুলে গিয়ে একা-
তুলোট পাখাওয়ালা মেঘদের দ্যাখে!
তাদের বিষাদে কাঁদে তোর দুটি চোখ,
কিছু নেই সেখানে শুন্যতা ছাড়া!