ঘিরে আছে আলো আর অন্ধকার,
মানুষের মায়ার উঠোনে!
কারা যেন খুড়ে আনে সমাহিত ভয়,
অবচেতনের গাড় কালো অশরীরী বনে!
তবুও এখনো জীবনের উচ্ছাস খুজি,
এই রাস্তার আলো আর স্তব্ধ নগর,
ভিজে যাওয়া আকাশের চাঁদ,
কিছুই ক্ষণিক মায়ার মতো নয় মেকি,
এই বিশ্বাসে স্বপ্নের অতন্দ্র ঘোরে থাকি।
মরণের কুচকাওয়াজের হুইসেল শুনে,
তবুও শান্ত থাকি! মধ্যরাত্রিতে!
বাচার স্বপ্ন নিয়েই তো বেচে থাকি!
কেউ নেই ভংগুর মানুষকে দিতে তীব্র-
অংগীকার,
নিজস্ব স্বপ্নেই তাই বাচিয়ে রাখছি আজ-
আকন্ঠ অধিকার!