শুধু যদি বলো ভালোবাসি,  
তবে হাজার পৃষ্ঠার এক মহাকাব্য হবে,
সুরে সুরে ভরে যাবে সাতটি আকাশ!  
ঝরে পড়ে উড়ে যাবে সবগুলো রঙধনু,  
নদীর জলের স্রোতে মিশবে পদ্মের রঙ,
শুধু ভালোবাসি বললেই এতো সব হবে!


ভালোবাসি বললেই-
বৃদ্ধ বাড়িগুলো বহুতল গাছ হয়ে যাবে,
ভাঙ্গা ফুলদানিটাও ছড়াবে চারার ঘ্রাণ!  
আর গাছগুলো পড়ন্ত পাতার ঝড়ে,  
টইটুম্বুর করে ভরাবে নীল সরোবর!  
ভালোবাসি বললেই এতো কিছু হবে!
বেশি কিছু চাইবোনা আর!


তুমি ভালোবাসি বললেই-
কঠিন শীতের রাতে ক্যাম্পফায়ারের,
আগুনের মতো কাঙ্ক্ষিত উষ্ণতা-
পেয়ে যাবে প্রতিটি বালুর কণা!
আমরাও খুঁজে পাবো  বরফ সাগরে,
নিখোঁজ ইগলুর ভগ্ন ছাউনির শেষ কল্পনা!