(গোলাপের শিশির১)
তোমার অভাবে জনারণ্যের রাস্তাও হয়ে যায়-
ভয়াবহ একা!
পড়ে থাকে শ্বাসরুদ্ধকর ভীড়ে নির্মম নীরবতা,
তোমার অভাবে আমি ভুলে চলে যাই -
প্রান্তিক শূন্যতায়,
নিসর্গের বিষাদ গভীর নিষাদে কাঁদে রক্তধারায়,
সম্পূর্ণ যত্নের পরো কেন যেন মরে যায়-  
নার্সারির দুর্লভ চারা গুলো সব!
ফোটাতে আদ্রতার দিনে গোলাপের শিশির,
তোমাকেই প্রয়োজন খুব!


(গোলাপের শিশির২)
শীতল রাত্রে আকাশ এখনো অনেক কালো,
প্রিয়তমা! উষ্ণতার শেষ আলো টুকু জ্বালো!
সেটাই ভরসা ছোট্ট জীবনে অল্প করে বাঁচার,
প্রিয়তমা! গল্পের দেশে গোলাপের ঝড় আনো!