হেরা আজো ঝড়ের সকালে তোমার দৃষ্টি ক্রুদ্ধ হলে,
জিউস অবনত করে তার ক্রূড় চোখ তোমাকে মেনে!
শাণিত আকাশে ওড়ালে তুমি বনেদী রাগের হাওয়া,
জিউস আজো নিঃশর্তে চেয়ে নেয় লক্ষ কোটি ক্ষমা!
জানে বাঘিনী যতই জ্বালুক রাগের আগুন অলিম্পাসে,
তাকে ভালোবেসেই এখনো বাঁচে সে রমণী সর্বনেশে!