যাদুঘরে তোলা থাক সবগুলো কালোমেঘ,
আজ সোনালী চিলেরা দিবে স্বপ্নের মহড়া,
শাহবাগ ফুলে ফুলে ভেসে যাক বন্যায়,
আর যাক ধুয়ে মুছে বালিকার দুঃখ ভাড়ার!


সবকটি মানুষ এই ব্যস্ত মোড়েতে,
হাতে নিয়ে গোলাপ কুড়ি দাঁড়িয়ে যাবে-
সারিতে সারিতে!
বাশবন ভেজা এই ভাদ্রের বৃষ্টির মিছিলে,
সিক্ত বসনে হবে ব্যক্ত কোরাস ধ্বনি,
"আজো শুধু তোমাকেই ভালাবেসে চলি!"


চোখ বুঝলেই যে মেঘদূতী হাওয়া তাকে,
ভালোবেসে বুকে নিয়ে করে কানাকানি,
উড়ায় অগোছালো চুল তার বলাকার সারি,
প্রেমিকের মতো সে বাতাসে,
এখনো মিশে আছি আমি।