রেখেছি তোমায় জমিয়ে মাতাল স্বপ্নের ঘোরে,
মায়াবী বালিকা কত দ্রুত তুমি হয়ে গেলে বড়!
নীল প্রজাপতিটার ডানার ভিতরে বুঝি ঊড়ো?
সবুজেরা হেসে হেসে লুটায় কি তোমার পায়ে,
আজো পারসিক গাম্ভীর্য মাখা প্রাচ্যের নগরে?
দেয়ালের ছবি মাখা কারূকাজ বাতাসেই ঝরে,
টেবিলের ওইপারে উঠে নামে উষ্ণ নিঃশ্বাস,
তুমিই আমার সাম্রাজ্য! আজো পতাকায় রাখি,
এমন নিঃখুত বিশ্বাস!
বহু পক্ষকাল চেপে ধরে আছি রণাংগনের ক্ষত,
জলের মতো দিয়ে যাও তুমি সামান্য আশ্বাস!
আমার মায়াবী চাঁদের আলো তুমি পূর্ণতমা নারী,
হাত ছুঁতে না পেলে আজো পুষে রাখি মনে আড়ি!
হুট করে আকাশের মতো হয়েছ কি দিশেহারা?
খুজতে গিয়ে তোমার আমি পাইনা কেন সারা!
রেখেছি তোমায় বুকের ভিতরে বিধ্বস্ত পাজরে,
তাইতো অবাধ্য হৃদয়ের গতি করে দাপাদাপি,
খুজে পেলে কোন গন্ধ তোমার অচেতনে স্বপ্নে!
ভেবে ভেবে কতো আকাশ-কুসুম কিনারা পাইনি,
তোমার সাথে উড়বো বলে আজো আকাশ ছুইনি!