ঘুমিয়ে পড়েছো তুমি আজ অবেলায়,
শুকাচ্ছে কথার শিশির;
জীবনের মানে একপাল শুকনো বাতাস,
মাঝে মাঝে আলো এসে ভাসায় বন্যায়।
লুপ্ত মেঘে বিকালের পাখিদের কল্লোলিত হাসি,
এখনো অনেক ভালোবাসি!
তোমার চোখের পাপড়ি নড়ে বরফের মতো,
খুব ধীরে ধীরে!
প্রাচ্যের সকল জমানো ঘুম নেমেছে পালে পালে,
তুমি ঘুমাও এখন ভালোবাসা মেখে।
শামুকের জীবনের মতোন সময় যায় সরে,
আমার নগরে কিংবা তোমার শহরে!
কতো ফিসফাস স্বর শুনি স্বপ্নে ও বাস্তবে,
ঘুমিয়ে পড়েছো তুমি সময়ের অনেক আগেই!