তুমি কি খুব পাশেই আছো!!
নীল দেয়ালের নীরব ছায়ায়
বৃষ্টি ভেজা রাস্তা শেষের;
মানসপুরের প্রাচীনতম কল্পনাতে।
কদমফুলের সাজানো ডালির
অনেকটুকু সন্নিকটেই।
দৃষ্টিসীমার প্রান্তিকতার অল্প দূরে,
সবুজ হাওয়ায় তুমি আছো, দিনে
কিংবা রাতে।


তুমি কি ঠিক পাশেই আছো!!
যেমন থাকে মাথার কাছেই,
একগাদা বই; ছেঁড়া খাতা-
লোডশেডিঙয়ের ভূতুড়ে আলোয়
আধপোড়া মোম মায়াবী যখন,
তেমনি দিনের চারণ কবির
কাব্য লিখার উন্মাদনায়,
তুমি কি খুব কাছেই থাকো!!


হঠাত পাওয়া ডায়েরী্র পাতা;
ধুলোঝুলি মাখা, ক্ষয়িষ্ণু অক্ষরে,
একযুগ পারে আসা দিনের লিপিরা,
যখন ক্লান্ত করে আমাদের মন,
তুমি কি তখনো পাশেই থাকো?


পর্দাটা সরালেই একটু আড়ালে,
অদৃশ্য কল্পনা তুমি অতি দীপ্যমান।
সুপ্ত চেতনার ঢাকনাটা সরালেই;
জানি তুমি আছো!!
হয়তো পেয়ে যাব হাতটা বাড়ালেই।