জানিনা করেছি কিনা সঠিক বা ভুল!!
সঞ্চালিত রক্তের ধাবমানতায়-
দক্ষিণ সাগরের তিমিরা যেমন উত্তাল,
উড়ায় লবণাভ পানির ফোয়ারা।
রৌদ্র-ছায়ায় মেশা কাঁচের দেয়ালে,
ছুয়েছি তোমার হাত আজন্ম সংশয়ে।
জানিনা হয়েছে কিনা সঠিক বা ভুল!!
ছুয়েছি তোমার হাত অকল্প বিস্ময়ে।


হৈমন্তিক ভোরের ম্রিয়মাণ পাতা,
ঝরে পড়ে বিশুষ্ক বাতাসের টানে,
স্তব্ধ শিশির ছোঁয়া ঘাসেদের দেশে।
ছুয়েছি তোমার হাত স্বাপ্নিক বাস্তবে,
জানিনা হয়েছে কিনা সঠিক বা ভুল!!
ছুয়েছি তোমার হাত অপ্রাপ্য প্রাপ্তিতে।


তবুও এখন পৃথিবীর সব অনুতাপ-
জমা হয় মাঝে মাঝে অচেতন সংশয়ে।
দুর্বোধ্য বালিয়াড়ি তোলে বালুঝড়,
এই মন সাহারার নির্জনতম কোণে।
ভাবি অনুতপ্ত হবো পুনরায়,
চেয়ে নেবো ক্ষমা, যদি পাই অভয়।


যদি আমার স্পর্শের স্পর্ধা-
অস্বস্তির গুঞ্জন আনে, অস্তিত্বে তোমার,
জানিও আমায়; অনুতপ্ত আমি-
চেয়ে নেবো ক্ষমা, যদি পাই অভয়।


তবুও ভালোবাসি প্রিয়,
বিজ্ঞান দর্শনের ব্যখ্যার অতীত,
আমার এ ভালো লাগা মহাজাগতিক।
যে মেরূ অরোরা জ্যোতি দেখিনি কখনো,
উত্তর আকাশের যেই আলো-
আজো অজানা আমার,
তাহাদের মতো ভালোবাসি, বড় বেশি!


ঊরাল পর্বতমালা আজো ভাঙ্গে হিমবাহ ,
শুভ্র দুরন্ত ধারা নামে শর্তহীন;
তেমন এ ভালোলাগা প্রত্যাশাহীন।
স্থান-কাল-সময়ের যে কোন মাত্রায়,
মহাবিশ্বের কোলে যে কোন বিন্দুতে,
বিভক্ত এ পৃথিবীর যে কোন সীমান্তে-
ভালোবাসি তোমায়!!