তুই কি আসিস স্বপ্নডানায়?
আকাশ যেখানে পৃথিবীকে ছোঁয়!
অথবা শুধুই কল্পনা এই-
কর্কশ বাস্তবে।
জানা নেই তোর রূপ বা প্রকৃতি,
রহস্যে মাখা মনের সে গতি।
অশ্রুধারার অচিন কালিতে-
লিখে যাই সেই কল্পনায়!


মধ্যযুগের গথিক দেয়ালে,
আবছা ধূসর পাথরের পথ।
হঠাত পাওয়া দৃষ্টিভ্রমে-
তোমাকে কাঁদায়, আমাকে কাঁদায়।
অন্ধ আলোর বিবর্ণতায়,
বৃষ্টিধারায় স্বপ্ন হারাতো।
তখনো হঠাত, মনের খেয়ালে,
কয়লা কালিতে দেয়ালে দেয়ালে,
লিখতাম সেই কল্পনায়!


হিম কুয়াশায় হঠাত যেমন,
সব জমে হয় স্থবির জীবন।
স্বপ্ন গুলো তোমার আমার,
তেমনি যদি স্থিরতা পেত!
ভাঙ্গলে ঘুম জড়িয়ে নিতাম-
বুকের কোণের আঙ্গিনায়।