কুরুক্ষেত্রে রণক্ষেত্রে অক্ষৌহিণী অশ্মারোহী নিরূপায়,
চক্রবূহ্যে বীরসম অভিমূন্য লড়ছে আজকে একা একা,
জয়দ্রথ সরে যাও, কিশোরের বীরত্ব দেখুক জনতা!
জীবনের মায়ায় অমৃতের সাথে চলে চাতকের বিদ্রোহ,
নিদারূণ ট্র‍্যাজেডি তাকে শেখায়নি পরাজয়ের আশ্রয়,
পরাজয় আজন্ম তার কপালে দেয় টিকা নীল ক্ষত সম!
তবুও সে বীর চালাচ্ছে অসি দেখো কি দুর্নিবার গতিতে,
নীল পদ্মের সাথে ঝরছে সুপ্ত হৃদয়ের শোণিত ধারাটি,
নিয়তি লিখা আছে এই মহারণে হবে অনিবার্য মৃত্যু তার!
ভাংগা রথে খসে পড়েছে দেহ তবু সুউচ্চ আছে বিদ্রোহ।
হারেনা সে! বারবার মরে যায় চূড়ান্ত বোকাদের মতো,
তবুও হারেনা সে! এক এক আশ্চর্য জেদ নিয়তির সাথে,
সে দেখায় প্রতিনিয়ত।


দেবকূল দেখছে তামাশা, পিতৃকূল ব্যর্থ দিতে আশ্বাস,
এ এক অসম যুদ্ধ নিশ্চিত জেনেও সে নেয়নি তা মেনে!
চলুক এ লড়াই, খেলুক নিয়তি!
এ জীবন নষ্ট হোক, ধ্বংস হোক! লাগবে না যুদ্ধবিরতি!
হয়ে যাক নিঃশ্বাস শেষ, শুধু বেচে থাক অমূল্য স্মৃতি।